
Rule-45 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কোনোকিছু ‘আছে’ এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ have/ has+ যা আছে তা+ Ext.
যেমন :
আমার একটি উপন্যাস আছে- I have a novel.
তার দু’টি গাড়ি আছে- He has two cars.
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has বসে এবং অন্য সকল person- এ have বসে।
Rule-46 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কোনোকিছু ‘নেই বা নাই’ এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ have not/ has not+ যা নেই বা নাই তা+ Ext.
or, গঠন : Sub.+ do not have/ does not have+ যা নেই বা নাই তা + Ext.
যেমন :
আমার একটি উপন্যাস নেই – I have not a novel.
or, I do not have a novel.
তার দু’টি গাড়ি নেই – He has not two cars.
or, He does not have two cars.
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has বসে এবং অন্য সকল person- এ have বসে।
Rule-47 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কি কোনোকিছু ‘আছে’ এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Have/ Has+sub.+ যা আছে তা+ Ext.+?
যেমন :
আমার কি একটি উপন্যাস আছে? Have I a novel?
তার কি দু’টি গাড়ি আছে? Has he two cars?
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has বসে এবং অন্য সকল person- এ have বসে।
Rule-48 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কি কোনোকিছু ‘ নেই বা নাই’?এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Have/ Has+ sub.+ not+ যা নেই বা নাই তা+ Ext+?
or, গঠন : Do/ Does + sub.+ not + যা নেই বা নাই তা + Ext.+?
যেমন :
আমার কি একটি উপন্যাস নেই? Have I not a novel?
or, Do I not have a novel?
তার কি দু’টি গাড়ি নেই? Has he not two cars?
or, Does he not have two cars?
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে has বসে এবং অন্য সকল person- এ have বসে।