ক্রাইম পেট্রোল ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এর সহধর্মিনী মরহুম সৈয়দা নাফিসা নজরুল ইসলামের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় ভাষানীয়া পাড়া আল-নূর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলা মাইজখাপন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহাবুব এর নিজ উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর সহধর্মিনী, রাজনীতির বড়পুত্র মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম ও কিশোরগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির রত্নগর্ভা মা, মরহুম সৈয়দা নাফিসা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ গোলাপ মিয়া,আবদুল কাদির, হাবীব মিয়া, রুবেল মিয়া,সফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা মাহিদ,সাকিব প্রমুখ।