
মোঃআনোয়ারুলইসলাম,আদিতমারী(লালমনিরহাট) :
দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটের প্রত্যন্ত সীমান্ত এলাকাগুলোতে দিন দিন বেড়েই চলছে শৈত্যপ্রবাহ। এমনকি অত্যন্ত ঠান্ডা বাতাসে আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধরা।বিশেষ করে সর্দি জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পাশা-পাশি কনকনে এই শীতে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে গরু- ছাগল হাস-মুরগীও। এছাড়াও চলাচলের রাস্তা-ঘাট ঘন কুয়াশায় ঢাকা থাকায় ব্যঘাত ঘটছে বিভিন্ন শ্রেণির পেশাজীবিদের কাজ কর্মে।
লালমনিরহাটের বিভিন্ন এলাকায়, ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহে নষ্ট হচ্ছে বীজতলা সহ বিভিন্ন ফসল। গত দুই সপ্তাহের শৈত্যপ্রবাহে ইরি- বোরোর বীজতলাসহ আলু, পেঁয়াজ, মরিচ, কপি, তামাক এবং শীতকালীন সবজির মারাত্নক ক্ষতি হয়েছে বলে জানানআদিতমারী উপজেলার সীমান্ত এলাকার কৃষক মোঃআজিজুল হক কাসেম আলী সহ আরও অনেকে।তারা জানান,অতিরিক্ত ঘনকুয়াশা আর প্রচন্ড শীতে প্রত্যেক ফসলের ক্ষতি হতে পারে।