মোঃআনোয়ারুল ইসলাম অপূর্ব,
লালমনিরহাট।।
‘সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমবায় পতাকা উত্তোলনসহ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কার্য্যলয়ের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (২ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি সমবায় অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলা চত্বরের সড়ক প্রদর্শন করে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী।
যুব উন্নয়নের কর্মকর্তা সাধন কুমারের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরাজী দেওডোবা স্বর্ণামতি সার্বিক সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি এম এ হাশেম,আলোকিত কালির চওড়া পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সোলায়মান আলী ও আস্থা ব্যবসায়িক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মাবুবুর রহমান প্রমুখ।