ক্রাইম পেট্রোল ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারের মাঝে শুকনো খাবার, নগদ ৬ হাজার টাকা এবং কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়ন এর ডুমুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার (চাল,ডাল, তেল,লবণ, চিড়া,চিনি, নুডুলস), নগদ অর্থ এবং কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, চেয়ারম্যান মুজিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী জুয়েল রানা এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি বেলাল প্রমুখ।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, নগদ ৬ হাজার টাকা এবং কম্বল বিতরণ করা হয়েছে।