পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পা*চার বিরোধী আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় রাজশাহীর চন্দ্রিমার নাদের হাজীর মোড়,( চকপাড়া) এলাকায় নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ “মাদক ও স*ন্ত্রাসমুক্ত সমাজ চাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লেখক ও প্রকাশক শেখ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মো রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নন্দন সাহিত্য একাডেমির আজীবন সদস্য লেখক গবেষক ও সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দন সাহিত্য একাডেমীর আজীবন সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার লায়ন আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালেক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক মো আলমগীর হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মোঃ এনামুল হক।
প্রতি বছরের মতো এবারও মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে ২০ জনের মধ্যে আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা ২০২৫ প্রদান করা হয়।