ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে। ‘সাংবাদিকতা, শিক্ষা ও দেশ পরিচালনায় এই ঢাকা আলিয়া মাদ্রাসা অবদান রেখেছে। পূর্বে মাদ্রাসায় জ*ঙ্গি নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরে গ*ণহত্যা চালানো হয়েছে।’
বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চৌধুরী রফিকুল আবরার এসব কথা বলেন।
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা বাস্তবমুখী, যুগোপযোগী ও আধুনিক করতে কাজ চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থার একটা অন্যতম ব্যবস্থা হচ্ছে, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। মাদ্রাসা শিক্ষার্থীদের অবশ্যই ধর্ম শিক্ষা প্রতি প্রাধান্য দিতে হবে।’
তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিখার আহবান জানান। এ সময় ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ও জমি দ্রুত প্রক্রিয়ায় সমাধান, শিক্ষক সংকট, অ্যাকাডেমিক ভবন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।