মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের হয়রানিরোধে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় হাতেনাতে দালাল চক্রের ১০ জনকে আটক করা হয়। রোববার (১৩ জুন) দুপুরে রমেক হাসপাতাল ক্যাম্পাসে সাঁড়াশি এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, মোরশেদ আলম (২৪), মাসুদ শাহ (২৭), মিজানুর রহমান (৩৫), মাহবুব আলম (৩৪), আশরাফুল ইসলাম (৩২), উত্তম কুমার (২৩), আপন কুমার (২৩), রিফাতুল ইসলাম (২১), উজ্জ্বল রায় (২৪) ও কমল রায় (২৩)। এদের বেশির ভাগ পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী ও রংপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে দুজন নিজেদের মানবাধিকার কর্মী দাবি করলেও পরিচয় নিশ্চিত করতে না পারায় তাদেরও আটক করা হয়। দালাল নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা অ্যান্ড প্রেস) ফারুক আহমেদ।
তিনি আরও জানান, রমেক হাসপাতালের জরুরি বিভাগে প্রায়ই রোগীরা হয়রানির শিকার হন। সেখানকার দালাল চক্রের সক্রিয় সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগীদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেন। রোববার দুপুরে অভিযান চালিয়ে সেখান থেকে রোগীদের টানাহেঁচড়া করা অবস্থায় হাতেনাতে ১০ জনকে আটক করা হয়। দালালচক্রের এসব সদস্য দীর্ঘদিন থেকে হাসপাতালের স্টাফদের সঙ্গে যোগসাজোসে সাধারণ রোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ফি আদায়, রোগী পরিবহনের ট্রলির জন্য অবৈধ ফি আদায়সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নমুনা সংগ্রহের নামে অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় মায়ের চিকিকৎসার জন্য হাসপাতালে এসে কর্মচারী ও দালালদের হাতে মার খেয়ে আহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াজ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সমালোচনার ঝড় শুরু হলে নড়েচড়ে বসেছে পুলিশ। শিক্ষার্থী হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শনিবার রংপুর নগরীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও রংপুর জেলা ও মহানগর জাতীয় ছাত্রসমাজ মানববন্ধন সমাবেশ করেছে। ওই ঘটনার প্রতিবাদ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রক্ষার দাবিতে সোমবার (১৪ জুন) বিকেলে প্রতিবাদী রংপুরবাসীর ব্যানারে হাসপাতাল অভিমুখে গণপদযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে।