মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ নেওয়ার অপরাধে সাত দালালকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দারা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগসহ আশপাশের এলাকা থেকে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ আদায়সহ হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় রংপুর মেডিকেল কলেজ এর ইমারজেন্সির সামনে এবং মেডিকেল কলেজের প্রধান প্রবেশপথের সামনে চলাচলের পাকা রাস্তা এলাকায় চিকিৎসা নিতে আসা সেবাগ্রহীতাদের ও তাদের আত্মীয়-স্বজনদের ইচ্ছাকৃত বাধাপ্রদান, মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখানোর অপরাধে সাত দালালকে আটক করা হয়। আটকরা হলেন, হাজিরহাট এলাকার মৃত আক্তার হোসেনের পুত্র আবুল কাশেম (৫০), পরশুরাম থানার অকিবউদ্দিনের পুত্র মোঃ রফিক(৪১), হাজিরহাট থানার তফেল উদ্দীনের পুত্র আব্দুল মন্নাফ (৩৫),কোতোয়ালি থানার মৃত আনচার উল্লার পুত্র মোঃ দুলাল (৪৫), হাজিরহাট থানা দিনাজপুরের মনছুর আলীর পুত্র খোরশেদ আলম (৬৭), ধাপ কাকলী লেন এলাকার মৃত এলাহীর পুত্র ইসরাফিল (৩২) এবং তারাগঞ্জ এলাকার এলাহী বকশের পুত্র জাহেদুল ইসলাম (৪৫)। আটক দালালদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।