
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর বিভিন্ন অলি-গলিতে ময়লা আবর্জনার স্তূপ পড়ে থাকলেও দেখার কেউ নেই। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার মানুষ। প্রতিনিয়ত ময়লা আবর্জনার পড়ে থাকতে দেখা যায়। এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন জেলায় যখন লকডাউন চলছে ঠিক সেই সময় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার অলি-গলিতে ময়লা ও আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। এলাকার মানুষজন নাক চেপে ধরে সড়ক দিয়ে চলাফেরা করছেন। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নগরবাসীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। গুপ্তপাড়া এলাকার এক সংবাদ কর্মী জানান, সারা বিশ্ব যখন করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। সেই সময় নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে সচেতন মানুষের জনের নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ময়লা আবর্জনার স্তূপের বিষয়টি সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলরকে জানানোর জন্য একাধিক ফোন করেছি কিন্তু তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর মীর জামাল উদ্দিন জানান, করোনার কারণে নগরীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় বাঁশ দিয়ে লকডাউন করে দেয়া হয়েছে। এতে করে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা গাড়ি এলাকার অলি-গলিতে যেতে পাড়ছেনা। তবে বিষয়টি জরুরিভিত্তিতে দেখা হচ্ছে।