
মো. সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ এলাকা থেকে নাশকতামূলক কার্যক্রমের সরঞ্জামসহ ২ জেএমবি সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ৭ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে জেএমবি সদস্য কাওছার নাহিদ(১৯) ও রংপুর নগরীর বিনোদপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে রুবেল মিয়া(২৫)। এ সময় ৬ টি কাঠের হাতল বিশিষ্ট প্লাস্টিকের প্ল্যাকার্ড, ১৫টি কাগজের তৈরি ক্যাপ, ৫টি সোলার ককশিট এবং ৫টি বাঁশের লাঠিসহ তাদের গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক দুই জেএমবির সদস্যসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ১৫ (৩) ধারায় মামলা রুজু হয়েছে।