মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরের বিভিন্ন স্থানে মোবাইলকোর্টের অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আলমনগর খামারপাড়া, এরশাদনগর, পুরাতন ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিকপ্তর রংপুর ’ক’ সার্কেল এর ভারপ্রাপ্ত পরিদর্শক মাহাবুর রহমানের নেতৃত্বে ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গ্রেফতার মাদকসেবীরা হচ্ছেন পুর্ব ঘাঘটপাড়ার আংগুর মিয়া (৩৩), এরশাদনগর এলাকার জামিরুল ইসলাম (৩৫), মধ্য বাবুখাঁর মহিদ ইসলাম মিম(২০), হনুমান তলার বাবু মিয়া (৩০), আদর্শ পাড়ার সুজন মিয়া (৫২), আলমনগরের রওসন আলী(৩৫), সাহেবগঞ্জের জাহিদুল আসিলাম (৩০), কলেজপাড়া এলাকার মাসুম আলী (৪০), প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের ভারপ্রাপ্ত পরিদর্শক মাহবুর রহমান। এসময় অধিদফতরের উপ-পরিদর্শক তৌহিদুল আলম, আতাউর রহমান, নুরুজ্জামানসহ মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।