মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : “সংকটে নেতৃত্ব দাতা, ভবিষ্যতে রূপদর্শী শিক্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রংপুর জেলা শাখা। সোমবার সকাল সাড়ে ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, রংপুরের সভাপতি ও কেন্দ্রীয় বাকশিস সহ- সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, রংপুর জেলা বাকশিস এর সহ সভাপতি অধ্যক্ষ জয়নাল আবেদীন, রংপুর জেলা বাকাশিস’র সদস্য অধ্যক্ষ মোখলেছুর রহমান, সদর উপজেলা বাকশিসের সভাপতি উপাধ্যক্ষ বারেক আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুজিববর্ষ কে সামনে রেখে শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সারাদেশে এই কর্মসূচি পালন করছে। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন এবং বিপদমুহূর্তে ৯ম এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এককালীন ভাতাও দিয়েছেন। তিনি ইতোমধ্যে কিছু স্কুল-কলেজসহ ৯ম এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। শিক্ষকদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করবেন বলে আশাবাদী বাকশিস নেতৃবৃন্দ। মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন মাওলানা কেরামত আলী কলেজের ইংরেজি প্রভাষক মো. আহসান হাবীব রবু।