মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর মধ্য গণেশপুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহতরা সস্পর্কে চাচাতো বোন। নিহতরা হচ্ছেন- মধ্য গণেশপুর এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে মুলাটোল আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলপ্রত্যাশী সুমাইয়া আক্তার মীম (১৬) ও মমিনুল ইসলামের মেয়ে নগরীর বীরমুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে নিহতের দাদী অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে মীমের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। তার চাচাতো বোন মাওয়ার মরদেহ পাশের ঘরে মেঝের ওপর পড়েছিল এবং গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রেমঘটিত কারণে এমনটি ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে মরদেহ দু’টির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি এই হত্যার নেপথ্যে কারণ উদঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।