মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় র্যাবের এসআই এস এম রাজু আহমেদের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ রংপুর র্যাব-১৩-এ এসআই পদে কর্মরত ছিলেন।
রংপুর মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, র্যাবের এসআই রাজু আহমেদ কাজ শেষে মোটরসাইকেলে মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাট এলাকা দিয়ে রংপুর শহরে ফিরছিলেন। কিন্তু মিঠাপুকুরের গড়েরমাথা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেল আরোহী রাজু আহমেদ সড়কের উপর ছিটকে পড়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় রাজু আহমেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, র্যাব সদস্য রাজু আহমেদ এর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।