crimepatrol24
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৯, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পি’স্তল, ৪ রাউন্ড গু’লি ও ১ টি ম্যা’গজিনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার কেএমপি’র পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

আজ ২৯ জানুয়ারি ২০২৪ খ্রি. সোমবার দুপুরে কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) বিপিএম সেবা বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।

কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) মিডিয়া বিফ্রিংয়ে বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। আমরা বিগত কয়েক মাস থেকেই অ’স্ত্রধারী, স’ন্ত্রাসী, না’শকতাকারী, জ’ঙ্গি, মা’দক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী, হ’ত্যাকাণ্ডে জড়িত আসামী ও ভূ’মিদস্যুসহ সমাজে প্রভাব প্রতিপত্তিশালী যারা না’শকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। গত আগস্ট ২০২৩ খ্রি: থেকে ইতোমধ্যেই আমরা ২০ টি আ’গ্নেয়াস্ত্র (আজকেরটাসহ ২১ টি), ১৪৪ রাউন্ড গু’লি (আজকেরটাসহ ১৪৮ রাউন্ড গু’লি), ২৫ টি চো’রাই মোটরসাইকেল, ক’কটেল, গা’ন পাউডার, চা’পাতি, রা’ম দা, ছো’রা, চাইনিজ কু’ড়ালসহ স্বল্প সময়ে ক্লু-লেস হ’ত্যা মমলার মূল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার, চো’রাই স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ মা’দকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

তিনি আরো বলেন,“এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি ২০২৪ খ্রি. লবণচরা থানার জিডি নং-৫৭১ মূলে রাত্র ১২.০৫ ঘটিকায় কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন আমতলা মদিনাবাদ উকিলের কালভার্ট এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করেন। চেকপোস্ট করাকালীন  তাদের সামনে দিয়ে একজন ব্যক্তি দ্রুতগতিতে হেঁটে যাওয়ায় পুলিশের সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার নাম মোঃ সোহাগ হোসেন (৩৫), পিতা-মোঃ মানিক, মাতা-কুলসুম বেগম, সাং-হঁরিদচর পুরন বড়বাড়ি, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর, এ/পি-সাং-ইসলামপাড়া ২য় গলি (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-লবণচরা, জেলা-খুলনা বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সোহাগ হোসেন অসংলগ্ন কথাবার্তা বলায় পুলিশের সন্দেহ হলে, উপস্থিত  নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০২ রাউন্ড পি’স্তলের গু’লি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতার মোঃ সোহাগ হোসেন (৩৫) কে তার কাছে প্রাপ্ত ০২ রাউন্ড গু’লির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামী মোঃ সোহাগ হোসেন জানায় উক্ত ০২ রাউন্ড গু’লি সে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-রিনা বেগম, সাং হোল্ডিং নং-৪৯, বাইতুল আমান সড়ক টুটপাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনার কাছ থেকে ক্রয় করেছে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সোহাগ হোসেন আরো জানায় যে, মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩) এর হেফাজতে ০১ টি বিদেশি পি’স্তল ও গু’লি আছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে গ্রেফতার  ১নং আসামী মোঃ সোহাগ (৩৫) কে নিয়ে অভিযান পরিচালনা করে গত ২৮ জানুয়ারি দিবাগত রাত অর্থাৎ ২৯/০১/২০২৪ খ্রিঃ রাত ০১.৩০ ঘটিকায়  আর্জুর কালভার্ট এলাকা হতে মামলার ২নং আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩) ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, লবণচরা থানাধীন খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে সোহেল @ পালসার সোহেল এর নির্মাণাধীন ১তলা ভবনের দক্ষিণ-পূর্ব কোণে টিনের নিচে বালুর ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ রাউন্ড গু’লিসহ একটি বিদেশি পি’স্তল ‍লুকিয়ে রাখা আছে। লুকিয়ে রাখা ওই পি’স্তলটি আমিসহ সোহাগ ও সোহেল মিলে একত্রে এই এলাকায় স’ন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহার করি। আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুনের দেওয়া তথ্য মেতাবেক গ্রেফতার আসামীদের নিয়ে অভিযান পরিচালনাকালে লবণচরা থানাধীন খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে সোহেল @ পালসার সোহেল এর নির্মাণাধীন ১তলা ভবনের তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তখন উপস্থিত স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এবং তাদের সহায়তায় উক্ত ভবনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২নং আসামী মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩) এর দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল নির্মাণাধীন একতলা ভবন এর দক্ষিণ-পূর্ব পাশের রুমের ভিতরে মেঝের বালুর নিচে সিমেন্টের বস্তার মধ্যে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ টি বিদেশি পি’স্তল, ০২ রাউন্ড গু’লি ও ০১ টি ম্যা’গজিনসহ  পি’স্তলটি লোড করা অবস্থায় ০২.১৫ ঘটিকায় উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধ অ’স্ত্র-গু’লি নিজ হেফাজত ও নিয়ন্ত্রণে রাখায় তাদের বিরুদ্ধে লবণচরা থানায় ১৮৭৮ সালের অ’স্ত্র আইনের ১৯ (E) ও (F)  ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী সোহেল @ পালসার সোহেলকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।”

উল্লেখ্য যে, ০১. আসামি মোঃ সোহাগ হোসেনের মূল পেশা হলো- মা’দক ব্যবসা, স’ন্ত্রাসী কার্যক্রম, ভূমি দ’খলবাজ, চাঁ’দাবাজি। সে ব্যক্তি জীবনে বিবাহিত। তার পিতা একজন শ্রমিক। সে ছোটবেলা থেকে লবণচরা ও খুলনা সদর থানা এলাকায় বেড়ে উঠেছে। সে গ্রেনেট বাবুর অনুসারী।  ২. আসামি মোঃ আব্দুল্লাহ আল মামুনের মূল পেশা হলো- মা’দক ব্যবসা, স’ন্ত্রাসী কার্যক্রম, ভূমি দ’খলবাজ, চাঁ’দাবাজি। সে ব্যক্তি জীবনে বিবাহিত। তার পিতা একজন বাবুর্চি। সে ছোটবেলা থেকে খুলনা সদর থানার চাঁনমারি ও মতিয়াখালি এলাকায় বেড়ে উঠেছে।  ৩) পলাতক আসামী সোহেল @ পালসার সোহেল খুলনার শীর্ষ স’ন্ত্রাসী আশিক গ্রুপের একজন সক্রিয় সদস্য। সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় যে, গ্রেফতার আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁ’দাবাজি, মা’রামারি ও মা’দকসহ  ফৌজদারি আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ০২ জন ও পলাতক ০১ জন আসামীর নাম ও ঠিকানা:

১. মোঃ সোহাগ হোসেন (৩৫), পিতা-মোঃ মানিক, মাতা-কুলসুম বেগম, সাং-হরিদচর পুরান বড়বাড়ি, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর, এ/পি-সাং-ইসলামপাড়া ২য় গলি (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-লবণচরা, জেলা-খুলনা।

২. মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-রিনা বেগম, সাং হোল্ডিং নং-৪৯, বাইতুল আমান সড়ক টুটপাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনা।

৩. সোহেল @ পালসার সোহেল (৩৮), পিতা-আজিজ, সাং- ছোট বান্দা, খান বাহাদুর সড়ক, মতি মিয়ার মিলের উত্তর পাশে, থানা-লবণচরা, জেলা-খুলনা।

উক্ত মিডিয়া বিফ্রিংয়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত  মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) রুবাইয়াত সানজিদ হোসেন, লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সমুদ্রের পানিতে হাত দিলেই মিলছে স্বর্ণ !

ডোমারে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল

সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আলহাজ্ব  মির্জা আজম এমপি

সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আলহাজ্ব মির্জা আজম এমপি

নাসিরনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

নীলফামারীতে অসহায় হয়ে পড়া বেঁদে পরিবারের পাশে জেলা প্রশাসন

খুলনায় চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মো. আলমগীর সরদার বাবু (২১) গ্রেফতার

মুসল্লী সেজে চুরি হওয়া ২৫ লাখ টাকার ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করলো ঝিনাইদহ পিবিআই

শৈলকুপায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হোমনায় ধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ১

হোমনায় ধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ১

কালীগঞ্জে ঈদের বাজারে প্রতারক চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন অসহায় মহিলা