
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবাষির্কীতে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদের রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্ত বিএনপির দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাদের বাধা প্রদান করেছে। মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে পুলিশের বাধার কারণে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডার একপর্যায়ে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা। রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে সমাবেশে বিক্ষোভ প্রকাশে বক্তব্য রাখেন, রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়ার ইসলাম জিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।বক্তব্য শেষে নেতাকর্মীরা কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।