
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: কৃষি ও কৃষকের সমস্যাই মূলত জাতীয় সমস্যা শীর্ষক ব্যানারে রংপুর নগরীর ৩৩ নং ওয়ার্ডের হোসেন নগর এলাকাকে ঘাঘট নদী ভাঙনের কবল থেকে রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট সংস্কার, কৃষি উপকরণ সহজলভ্যকরণ, সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি, মা ও শিশুদের জন্য চিকিৎসা কেন্দ্রসহ নানা দাবিতে আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২ টায় এলাকাবাসীর উদ্যোগে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে নগরীর কাচারী বাজার চত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ শাহাদাৎ হোসেন, পলাশ কান্তি নাগ, বিশিষ্ট সমাজ সেবক তানভীর হোসেন আশরাফী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, কাউন্সিলর সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, আব্দুল কাদের, মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বাবলু নাগ, সাংবাদিক সাইফুল্লাহ খাঁন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গ্রামবাসীদের অভিযোগ, ঘাঘট নদী ভাঙনে গ্রামের তিনটি মূল সড়কের প্রায় ৩০০মিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তালুক রঘু, বগুড়াপাড়া, হোসেন নগর গ্রামের জামে মসজিদ ও ঈদগাহ মাঠের প্রায় ৫০ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এসব রাস্তাঘাট সংস্কার না হলেও বাকি রাস্তাগুলো চলাচল অযোগ্য হয়ে পড়েছে। কৃষি উৎপাদিত আলু, পাট, গম, ভুট্টাসহ নানা শাক-সবজি বাজারজাত করতে না পারায় স্থানীয় মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে। এছাড়াও বর্ষাকালে নদী ভাঙনের কারণে ফসলি জমি কমেছে। অন্যদিকে স্থানীয় ভূমিদস্যুরা দাপট দেখিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে বালু উত্তোলনের মধ্যদিয়ে নদী ভাঙন ত্বরান্বিত করছে। নদী ভাঙন রোধে নানা সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণে এ মানববন্ধনে উপস্থিত হয়েছেন তারা। মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ও সিটিকর্পোরেশন কার্যালয়ের স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের নজিরহাট, এলাকায় গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের গা ঘেঁষে বয়ে যাওয়া ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে আবাদি জমিসহ রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে, চলছে হাজির হাট এলাকায় বালুর রমরমা বাণিজ্য। পেশীশক্তির মুখে অসহায় হয়ে পড়েছে জনগণ। উল্লেখ্য, সোমবার আজ সকালে ৩৩নং ওয়ার্ডের হোসেন নগরের শত শত কৃষক-জনতা ট্রাকযোগে রংপুর সিটিকর্পোরেশন চত্বরে সমবেত হয়ে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।বিক্ষুব্ধ জনতা নগরীর কাছারি বাজার মোড়ে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করে।