
মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি,রংপুর :
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে আজগর আলী(৫২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি -জমা নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
আজ (১১ নভেম্বর) সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হর নারায়ণপুর শিমুল বাজার সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় । এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের দুই শ্যালককে আটক করেছে। তারা হলেন পার্শ্ববর্তী ভক্তিপুর গ্রামের মৃত ছালেক হোসেনের ছেলে গোলাম মোস্তফা ও মোকসেদ আলী।
স্থানীয় সুত্রে জানা গেছে, হর নারায়ণপুর শিমুল বাজার এলাকার আলিফ উদ্দিনের ছেলে আজগর আলী পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে স্থানীয় বাজারে একটি মুদির দোকান দেন। এর পর সে দোকানটি বিক্রি করে পরিবারের বেকারত্বের বোঝা হয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ পাওয়া গেছে, স্বজনরা রোববার রাতে তাকে বেদম প্রহর করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে মরদেহ ফেলে দেয়।
সোমবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস ক্রাইম পেট্রোল ২৪.কম কে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে নিহতের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন পলাতক আছেন। তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।