
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত করোনায় আক্রান্ত ওই ব্যক্তি শহরের কটকিপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর। রংপুর থেকেই মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতেন তিনি। অন্যদিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ক্লিনিক ব্যবসায়ী মো. রেজওয়ান সিদ্দিকী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ২২ নং ওয়ার্ডের গনেশপুরের বাসিন্দা। এ ঘটনায় ওই দুই ব্যক্তির বাড়িসহ আরকে রোডের টেক্সটাইল মোড়ের নিউ মুক্তি ক্লিনিক লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরের দুইজনসহ বিভাগের পাঁচ জেলায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে মোট ৬১ জন করোনায় আক্রান্ত হলেন।