ক্রাইম পেট্রোল ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩৩ কেজি গাঁ’জাসহ ১ জন মা’দক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে র্যাব-২।
র্যাব সূত্রে জানা যায়, আজ সোমবার ২৫ জুলাই ২০২২খ্রিঃ তারিখ ভোর রাতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী জেলা হতে একটি গাড়ীতে করে মা’দকের একটি বড় চালান রাজধানী ঢাকায় হস্তান্তরের জন্য নিয়ে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল ২৫ জুলাই,২০২২ খ্রি. তারিখ রাত ০৩.২৫ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। আনুমানিক ০৩.৩৫ ঘটিকায় সন্দেহভাজন একটি বাসকে তল্লাশী কালে উক্ত গাড়ীতে থাকা মোঃ সাগর (৩৭), পিতা- মৃত সামচু মিয়া, চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে র্যাব-২ আটক করে। আটককৃত আসামীকে মা’দকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে গাঁ’জা (মাদক) আছে বলে স্বীকার করে। তার দেয়া তথ্য মতে বাসের ছাদের উপরে ফার্নিচারের ভিতরে কাঠের বাক্সের মধ্যে অভিনব পন্থায় লুকায়িত ৩৩ (তেতত্রিশ) কেজি গাঁ’জা পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ৯,৯০,০০০/- (নয় লক্ষ নব্বই হাজার)টাকা, মাদক বিক্রির নগদ ৮,৫০০/- টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।