
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সালটা তখন ২০১৭,গাইবান্ধা জেলার ফুলছরি থানার চর এলাকায় একটি পরিবারের উপর সংঘবদ্ধ ডাকাত দল আক্রমণ করেছিল। এ সময় ডাকাতদের আক্রমণে দুলাল নামে এক স্থানীয় ব্যক্তি নিহত হয়েছিল। পাশাপাশি গ্রামবাসীর পাল্টা আক্রমণে বেশ কয়েকজন ডাকাত নিহত হয়েছিল। নিহত দুলালের পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন যাপন করে। এ অবস্থায় জেলা পুলিশ বিভিন্নভাবে তার পরিবারকে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিহত দুলালের স্ত্রীকে আজ সোমবার একটি গরু প্রদান করা হয়। এছাড়া পুলিশ লাইন্সের একজন পরিচ্ছন্নতাকর্মীকে ছাগল প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে নিজে এই সহায়তা হস্তান্তর করেন।