
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে মায়ের সাথে মাছ ধরতে গিয়ে করতোয়া নদীর পানিতে ডুবে ময়না(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সালটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ময়না ওই এলাকার মহিরুলের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে ময়না তার মায়ের সঙ্গে মাছ ধরতে নদীতে যায়। হঠাৎ অসাবধনতাবশত নদীর পানিতে ডুবে যায় ময়না । পরে তার মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে । তারা ঘটনাস্থলে এসে শিশু ময়নাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।