
ক্রাইম পেট্রোল ডেস্ক: মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ৩৫০০ পিস ইয়াবা ও ১টি পিকআপসহ আবু সৈয়দ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালখান বাজার ইস্পাহানী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০০ পিস ইয়াবা ও ১টি পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশ এর নেতৃত্বে ২নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০৯/২০২০খ্রিঃ ০৫.৪৫ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালখান বাজার ইস্পাহানী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০০ পিস ইয়াবা ও ১টি পিকআপ সহ আবু সৈয়দ (২৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।