
পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় পুঠিয়ার শিবপুরহাট হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নূর মহাম্মদ সালাহউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুয়েল (সদস্য সচিব, পুঠিয়া উপজেলা ছাত্রদল), জামিল হোসেন ও সাজিব হোসেন (যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল), তামিম সর্দার (সভাপতি, কাঠাখালি আদর্শ কলেজ), রাসেল (সভাপতি, ধপাপাড় ডিগ্রি কলেজ), সিজান আব্দুল্লাহ (সভাপতি, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদল), রাজিবুল ইসলাম রাসা (সভাপতি, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদল) ও নাজিরুল (সাধারণ সম্পাদক, ভাল্লুকগাছি ইউনিয়ন ছাত্রদল)।
এছাড়াও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

















