ক্রাইম পেট্রোল ডেস্ক।।
হোমনা জয়পুর ইউপি’র রাজাপুর গ্রামের কৃতী সন্তান সিনিয়র সাংবাদিক ও প্রখ্যাত ছড়াকার ইউসুফ আলী এটম (সিকদার ইউসুফ সাদাত) এর ছোটভাই (সিকদার মাহবুব সাদাত) এর ছোট সন্তান সিকদার ইয়াসির আলম (মাহমুদ) বুয়েট (বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে । তার বড় বোন এমবিবিএস ডাক্তার আয়েশা সিদ্দিকা (মীম) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত । মেঝো বোন সামিয়া সিদ্দিকা (জীম) চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ে ব্যংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে ৩য় বর্ষের ছাত্রী, ছোটবোন মাহবুবা সিদ্দিকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের ১ম বর্ষের ছাত্রী । সাংবাদিক এটমের মেঝো ভাই কাদের সিকদারের ২ ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার । তাদের পিতা প্রয়াত আলহাজ্ব সাদাত আলী মাস্টার ছিলেন নারায়ণগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক । তাঁর হাতে গড়া অনেক শিক্ষার্থীই আজ সমাজ ও রাষ্ট্রের উঁচুপদে আসীন । তাঁর তিন সন্তানই ঢাকা বিশ্বদ্যিালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী । তাঁর সন্তান ও নাতি-নাত্নীরা হোমনাবাসীর দোয়া প্রত্যাশী।