
অনলাইন ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল ট্রলারঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদান্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয় কিশোরের পরিচয় উদঘাটনের জন্য বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করছে।