পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
বানেশ্বরে যাত্রীবাহী বাসের চাকার নিচের পরে সাব্বির(২২) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আ’হত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১.২০মিনিটের দিকে রাজশাহী-ঢাক মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরের পোল্লাপুকুর নামক স্থানে।
পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম, এতথ্য নিশ্চিত করেছে।
আহত সাব্বির বেলপুকুর থানার বড় ধাদাস এলাকার সামাদের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে তাকে রামেকে ভর্তি করে। বাস ও মোরসাইকেলটি হাইওয়ে পুলিশ অটক দেখেয়ে ফাঁড়িতে নিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর পথের সাথী নামের একটি যাত্রীবাহী বাস নাটোর থেকে রাজশাহীর দিকে যাওয়ার পথে বানেশ্বরের পোল্লাপুকুর নামক স্থানে পৌঁছালে আপরদিক থেকে মোটরসাইকেলযোগে সাব্বির মুখোমুখি সং’র্ঘষের শিকার হয়ে চাকার নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরুত্বর আ’হতকে উদ্ধার করে রামেকে ভর্তি করে। বাস ও মোরসাইকেলটি হাইওয়ে পুলিশ আটক দেখেয়ে পবা হাইওয়ে ফাঁড়িতে নিয়েছে।