পাবনা প্রতিনিধি >>
“বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসন এবং জনগণ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” পাবনা’র নবাগত জেলা প্রশাসক (ডিসি) করীর মাহমুদ উপর্যুক্ত কথাগুলো বলেন।
তিনি আজ ৪ জুলাই দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ নতুন মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিসি কবীর মাহমুদ আসন্ন বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে সবাইকে একটি করে ভাল কাজ করার আহ্বান জানান।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পৌরমেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ওসি সেখ মো: নাসীর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার প্রমুখ।
দাপ্তরিক প্রশ্নত্তোর পর্বে জেলা প্রশাসকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন- জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ।