
এএসএম সা’-আদাত উল করীম :
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদল মিয়া (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
১৯ নভেম্বর, মঙ্গলবার বিকাল প্রায় ৪ টায় দিকে এই দুর্ঘটনা ঘটে। বাদল মিয়া সাজিমারা গ্রামের হাজী মেসের আলীর ছেলে। তিনি স্থানীয় নিলক্ষিয়া বাজারের কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, বাদল মিয়া তার নিজ ঘরে নতুন একটি ফ্রিজে সংযোগ নিতে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের একটি তারে তিনি জড়িয়ে পড়লে মারাত্মকভাবে আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।