রফিকুল ইসলাম : কুষ্টিয়া সদর উপজেলাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর পুরাতন পুলিশ ফাঁড়ি পাড়ার শেপু সাজ্জাদ নিজ বাড়ীর পাশের নিজের (৪৮:৬) ফিট জায়গা প্রদান করে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা করার সুযোগ করে দিয়েছেন। এতে করে ব্যক্তিগত উদ্যোগে ১০৮ ফিট রাস্তা নির্মাণ কাজ করা সম্ভব হয়েছে। ফলে ১৪ টি পরিবার উপকৃত হলো। এ রাস্তা নির্মাণে যারা আর্থিক প্রনোদনা দিয়েছেন তারা হলেন একই এলাকার সাংবাদিক শাজাহান আকন্দ শুভ, ইবির সেকশন অফিসার আব্দুর রাজ্জাক, নয়ন জুয়েলার্সের মালিক নয়ন ও ক্রোকারিজ বিক্রেতা আফসার। একাজে স্বেচ্ছাশ্রম দিয়েছেন একই এলাকার তুহিন ও রাজ্জাক। অবশিষ্ট রাস্তার কাজ ইউনিয়ন পরিষদের উদ্যোগে করতে পারলে আব্দালপুর পুরাতন পুলিশ ফাঁড়ি থেকে কাশেম মিয়া সড়কটি ফকির পাড়া ইট ভাটায় গিয়ে পৌঁছতে পারে। এতে অনেক সাধারণ জনগণ উপকৃত হবে। রাস্তাটির বাকি কাজ শেষ করার জন্য হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।