রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় হোসনেআরা প্রান্তি (২০) নামের এক মেয়েকে হ’ত্যার অভিযোগে বাবা, মা ও ভাইকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতার হলো, নিহতের বাবা বাবু (৪৫), মা নাসরিন বেগম (৪০) ও ভাই নাসিম (১৮)।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার গন্ডগোহালী গ্রামের জামালগঞ্জ পাড়ার নিজ বাড়ি থেকে তাদেরকে আ’টক করা হয়।
পুঠিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ সকালে বাড়ির পাশের একটি আমগাছে প্রান্তির গলায় ফাঁ’স
দেওয়া ঝু’লন্ত লা’শ উদ্ধার করে পুলিশ। পরে লা’শের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) পুলিশের হাতে ময়না তদন্তের রিপোর্ট আসে। রিপোর্টে প্রান্তিকে মা’রধর করে হ’ত্যার পর আম গাছে গলায় ফাঁ’স দিয়ে ঝু’লিয়ে রাখা হয় যাতে হ’ত্যার ঘটনাটি আ’ত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহারওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে নি’হত প্রান্তির ভাই সবকিছু স্বীকার করেছে। এছাড়াও আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও এ কর্মকর্তা জানান।