
মো. আনিছুল করিম জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামীদেরকে গ্রেফতারের দাবিতে আজ সোমবার সকাল ১১টায় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজারে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও এলাকাবাসী।
এসময় ভিকটিমের বাবা-মা বলেন, আসামীরা আমাদের ওপর নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। তারা আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে আসামীদের বিরুদ্ধে ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন।
উল্লেখ্য যে, ২৮ অক্টোবর দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর পূর্বপাড়া গ্রামের ঠুটিয়াপাকুর আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তার নিজ বাড়িতে আসামী প্রতিবেশী হাবিবুর রহমানের পুত্র আশিক মিয়া (১৬) ও মৃত ইবরা হালাইয়ের পুত্র শাহাদত (৩০) ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা (নং-১৬, তাং-২৯/০৮/২০১৯) দায়ের করেন।