আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে নছিমন নেছা আইডিয়াল কিণ্ডার গার্টেন স্কুল এণ্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ) বিকেলে আধুনিক শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা বাজার সংলগ্ন এলাকায় মাস্ক বিতরণ ও সাস্থ্য বিধি মেনে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আলহাজ মো. আব্দুল কাদের প্রধান এর সভাপতিত্বে এবং আলহাজ মো. সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আমিরুল ইসলাম।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম, আলহাজ মো. ফজলার রহমান সাবেক চেয়ারম্যান কালিয়াগঞ্জ, আলহাজ মো. সফিকুুল ইসলাম, আলহাজ্ব মো. রফিজল হক ,মো.জহিরুল ইসলাম, মো. তোহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো.মশিয়র রহমান, মো.আইবুল হক,মো. আবু বক্কর ছিদ্দিক ও আহাম্মদ আলী প্রমুখ।