আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে হত্যার ঘটনায় ছেলে শহিদুল ইসলামকে(৩২)গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৭এপ্রিল)সদর উপজেলার জগদল বাজার থেকে তাকে আটক করা হয়। শহিদুল ইসলাম শহরের মিঠাপুকুর এলাকার আব্দুল মজিদের ছেলে।
জানা যায়,গত শনিবার(৩এপ্রিল)সকালে মা জয়তুন বেগমের (৫০)কাছে মাদক সেবনের জন্য টাকা চায় শহিদুল।মা টাকা দিতে অস্বীকৃতি জানালে,সে ক্ষিপ্ত হয়ে মায়ের ঘাড়ে আঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় জয়তুনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মজিদ ছেলে শহিদুলকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলা দায়েরের ৪দিনের মাথায় সদরের জগদল বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বাজারের স্থানীয় এক যুবক শহিদুলকে চিনতে পেরে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ বাজার থেকে তাকে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ জানান,মাকে হত্যার ঘটনায় শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।