
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’- এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, চেম্বার অব কমার্স সভাপতি শরীফ মিয়া প্রমূখ।