
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মামাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে স্বপন রায় (১৬) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে।রোববার রাতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে। বর্তমানে স্বপন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত।ওই বখাটের নাম প্রদীপ চন্দ্র রায়। সে ওই এলাকার সুমেষ রায়ের ছেলে এবং টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার মৃত হিতেন রায়ের ছেলে স্বপন ও বখাটে প্রদীপ বন সম্প্রতি স্বপনের মামাতো বোনকে বখাটে প্রদীপ উত্যক্ত করলে স্বপন প্রতিবাদ করে। দুজনের মধ্য বাকবিতণ্ডাও হয়। এই ক্ষোভে রোববার রাতে বখাটে প্রদীপ স্বপনকে কৌশলে বিদ্যালয় মাঠে নিয়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় স্বপনকে হাসপাতালে নিয়ে যায়।বর্তমান স্বপন শংকা মুক্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সিরাজউদ্দৌলা পলিন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ বলেন, এখনো এই ঘটনার খবর পাইনি, কেউ অভিযোগও করেনি। তবে বিষয়টি দেখছি।