
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) থেকে ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবালা।
জানা গেছে, আগামী ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৬ দিনের জন্য স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ২৯ অক্টোবর সকাল থেকে আবার স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।