
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে খড়ি বোঝাই একটি নসিমনের ধাক্কায় মহসিন আলী (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আম-কাঁঠাল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মহসিন অমরখানা ইউনিয়নের ভিতরগড় ছোট কামাত এলাকার মকছেদ আলীর ছেলে।
জানা গেছে, দুপুরে মোটরসাইকেল চালিয়ে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন মহসিন আলী। পথে ওই এলাকায় একটি খড়ি বোঝাই নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.উম্মে হোমায়রা মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ সড়ক দুঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।