আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পাথরবাহী ট্রাকের ধাক্কায় কসির উদ্দীন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কসির উদ্দীন ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট সরকার পাড়া এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সুগার মিলের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কসির, জামাল দু’জনে মোটরসাইকেলযোগে পঞ্চগড় থেকে বোদা যাচ্ছিলেন।পথে সুগার মিল এলাকায় এলে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কসির নিহত হন, আহত হন জামাল। স্থানীয়রা আহত জামালকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত)জামাল হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।