
আল মাসুদ, পঞ্চগড় জেলাপ্রতিনিধিঃ পঞ্চগড়ে গভীর রাতে গোয়াল ঘর থেকে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়নের চছপাড়া গ্রামে মোঃ মাহির উদ্দীন পিতা মৃত মোঃ কাদের আলী এর বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে গরুর মালিক থানাসহ ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেছেন। গরুর মালিক জানান , বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘরে ৯০ হাজার টাকা মূল্যের ১টি লাল রঙের গাভী ও আরেকটি চিল আংচা রঙের গাভীসহ মোট ২ টি গরু বাঁধা ছিলো। বাড়ির লোকজন রাত ২টা পর্যন্ত সজাগ থেকে সকলেই ঘুমাতে যায় । সকালে উঠে দেখে গোয়াল ঘরের দরজা খোলা এবং ২টি গরু নাই। ধারণা করা হচ্ছে, গভীর রাতের কোন এক সময় গোয়াল ঘরের তালা কেটে ওই ২টি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।এ ব্যাপারে গরুর মালিক মাহির উদ্দীন জানান, আমি থানা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাহার আলী, আমাদের ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল করিমকে অবহিত করেছি।এ ব্যাপারে চেয়ারম্যান জানান,এক সপ্তাহে ফকির পাড়া, লস্কর পাড়া,বোয়ালমারী, চছপাড়াসহ মোট সাতটি গরু চুরি হয়েছে। গত রাতে গরু চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে থানায় গিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গরুর মালিককে বলা হয়েছে।