
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত পঞ্চগড়ে এই প্রথম রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার সন্ধায় করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন বিষয়টি সুনিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান।
তেঁতুলিয়া উপজেলায় ঢাকা থেকে ফেরত এক নারী তার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। হোম কোয়ারেন্টাইনে থাকা নারী রোগীর কোভিট-১৯ করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে পঞ্চগড় মেডিক্যাল টিম তার রক্ত নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার পঞ্চগড় সিভিল সার্জন নারীর করোনা আক্রান্ত পজিটিভ পরীক্ষা নিশ্চিত হন।এদিকে দেশের ৪৪টি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দিলে সরকারের সঠিক নির্দেশনা অনুযায়ী সর্ব উত্তরের সীমান্ত পঞ্চগড় জেলাকে আগামী শনিবার সকাল ১০ টা থেকে লকডাউনের ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন লকডাউনের ঘোষণা দেন। এসময় তিনি পঞ্চগড় পুরো জেলাকে অবরুদ্ধ ঘোষণা করেন।