
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মকছেদ ইসলাম (৪০) নামের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা এলাকার নাজমুল ইসলামের ছেলে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী দেবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই পোর্টার পদে কর্মরত। তিনি ঢাকাফেরতদের করোনা টেস্টের নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন।
সিভিল সার্জন জানান, সন্দেহজনক মনে হলে স্বাস্থ্যকর্মীর গত (৩ মে) তার রক্তের নমুনা দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে (৬ মে)বুধবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
পঞ্চগড় জেলায় এ পর্যন্ত নতুন আক্রান্ত ব্যক্তিসহ মোট করোনা রোগীর সংখ্যা ১০ জন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকী নয় জন সেল্ফ আইসোলেশনে রয়েছে।