আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ঘর বন্দী দুস্থ-অসহায় ও খেটে খাওয়া ৫০ জন মানুষেরে মাঝে গভীর রাতে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট ।বুধবার গভীর রাতে পঞ্চগড় পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে ৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেন। অসহায় মানুষদের কাছে খাবার সামগ্রী বিতরণ কালে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃআলি আসমান বিপুল এর সাথে কথা বলে জানা যায় ,জননেত্রী শেখ হাসিনা আপার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় সরকারি নির্দেশে কর্মহীন অবস্থায় ঘরে থাকা দুস্থ-অসহায় ও খেটে খাওয়া ৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় (চাল, ডাল, আলু, পেঁয়াজ) খাবার সামগ্রী পৗেঁছে দিচ্ছি এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শহরের ঘর বন্দী দুস্থ- অসহায় মানুষের মাঝে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে আমাদের সার্মথ্য অনুযায়ী খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।