আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে ‘আমার মা ফাউন্ডেশন’ পঞ্চগড় জেলা শাখার উদ্দোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে ।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের বিভিন্ন জায়গায় ঔষধি গাছসহ ৬ প্রজাতির গাছের চারা রোপণ করেছে আমার মা ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ ।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন, আমার মা ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার কো-অর্ডিনেটর মোঃ সোহেল রানা, সহ-কো-অর্ডিনেটর মোঃ জাহিদ হাসান রাসেল, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক শাহানাজ রহমতুল্লা, প্রচার সম্পাদক আরিফা জাহান মৌসুমিসহ রেলওয়ে স্টেশনের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।
আমার মা ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার কো-অর্ডিনেটর মোঃ সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ও কেন্দ্রীয় আমার মা ফাউন্ডেশনের নির্দেশনা বাস্তবায়নে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে ।তিনি আরো বলেন, জেলা,শহর ও ইউনিয়ন পর্যায়ে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
Attachments area