আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে জেলা মহিলা সংস্থা। রোববার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম হল কক্ষে এসে আলোচনাসভায় অংশ নেয়। এসময় ব্রাক সহ বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। শোভাযাত্রা ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান, আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী রেজিয়া পারভীন, মহিলা সংস্থার চেয়ারম্যান মুনিরা পারভীন, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির জেলা ব্যবস্থাপক তপন তিমিন্স ও প্রোগ্রাম অফিসার ফাতেমা খাতুনসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।