
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: গতকাল শুক্রবার রাতে নেত্রকোনা জেলা খালিয়াজুরী থানা-পুলিশ ২০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার পদ্মারকান্দা গ্রামের মৃত আছফর আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলী আকবর (৫০) এবং একই উপজেলার দুলাল মিয়া(৩২), জামাল শেখ( ২০) অনেক যাবৎ ইয়াবা,চোলাই মদসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে খালিয়াজুরী থানার এস আই মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করে।
খালিয়াজুরী থানার ইনচার্জ( ওসি) এটিএম মাহমুদুল হক ক্রাইম পেট্রোল২৪কে জানান, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী স্যারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।