
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: আজ বুুুুুধবার দুপুর ১২ টার দিকে নেত্রকোনা জেলার মদন উপজেলায় মিনি কক্সবাজার খ্যাত উচিতপুরে ট্রলার দূর্ঘটনায় ১৭ জন নিহত ও ১ জন নিখোঁজ হয়েছে।
জানা যায়, আজ দুপুরে মদন উপজেলার ভ্রমণ খ্যাত এবং মিনি কক্সবাজার খ্যাত উচিতপুরে ময়মনসিংহ থেকে ও নেত্রকোনার আটপাড়া উপজেলা থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ভ্রমণে আসা ট্রলারটি গোবিন্দশ্রী রাজালি কান্দা নামক স্থানে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলে ১৭ জন নিহত ও ১ জন নিখোঁজ রয়েছে। তাৎক্ষণিকভাবে মদন উপজেলার নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ,উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌরমেয়র আব্দুল হান্নান তাং শামীম,মদন থানার ওসি রমিজ উদ্দিন, মদন ফায়ার সার্ভিসের মাস্টার আহমেদুল কবির ঘটনাস্থলে ডুবুরি দল নিয়ে অভিযান পরিচালনা করে ১৭ জনকে মৃত উদ্ধার করে এবং ১ জন নিখোঁজ রয়েছে। এখনো পরিচয় পাওয়া যায় নি।
এ ব্যাপারে মদন উপজেলার নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ জানান, মদন উচিতপুরে নৌকা ভ্রমণে আসা ময়মনসিংহের চরশিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রাম ও নেত্রকোনা আটপাড়া উপজেলার তেলিগাতি থেকে ভ্রমণ পিপাসুরা ট্রলারযোগে ঘুরতে য়ায়। এসময় ট্রলারটি উত্তাল ঢেউয়ের কবলে পড়লে নৌকাটি ডুবে য়ায়। এতে ১৭ জন নিহত হয়েছেন ও ১ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে।