
মো: বাবুল নেত্রকোনা থেকে: সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় গতকাল বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি।এ সময় তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি),ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি স্যারের নির্দেশনায় এবং নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী স্যারের পরামর্শ ক্রমে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হল। তিনি জানান, প্রতিটি থানা,ইউনিয়ন ভিত্তিক প্রত্যন্ত এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে পুলিশের সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে আমি আশাবাদী। প্রতিটি ইউনিয়নে একজন করে এস আই বিট অফিসার হয়ে পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকবে এবং দূরদূরান্ত থেকে আসা মানুষজন পুলিশিং সেবা পাবে।এ সময় উপস্থিত ছিলেন দূর্গাপুর থানার ওসি,এসআই,এ এসআই, অন্যান্য পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।