
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: আজ সোমবার নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-নেত্রকোনা মহা-সড়কে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মন।
সূত্রে জানা গছে, অভিযান পরিচালনাকালে যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন, সামাজিক দূরত্ব বজায় না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় ঢাকা-নেত্রকোনা চলাচলরত শাহজালাল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, ময়মনসিংহ-নেত্রকোনায় চলাচলরত মহুয়া এন্টারপ্রাইজ কে ১০ হাজার ও অন্য এক যানবাহনকে ২ হাজার টাকা মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নেত্রকোনা জেলার নবাগত জেলা প্রশাসক(ডিসি) মো. কাজি আবদুর রহমান ক্রাইম পেট্রোল২৪.কম কেমোবাইল কোর্টে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে যেহেতু কোভিড১৯ প্রাদুর্ভাব সেহেতু আমাদের সবার উচিত সরকারি নির্দেশ মেনে চলা। তাই আজ ঢাকা-নেত্রকোনা মহাসড়কে কয়েকটি যানবাহন সামাজিক দূরত্ব বজায় না রাখা,অতিরিক্ত যাত্রী বহন এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান,এই অভিযান অব্যাহত থাকবে।